সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন রুখো, মানুষ বাঁচাও ভোজ্যতেল-চাল-ডাল-পিঁয়াজসহ খাদ্য পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি প্রতিরোধ ও গ্যাস-বিদ্যুৎ-পানির মূল্যবৃদ্ধির অপতৎপরতা বন্ধে সারা দেশের ন্যায় রংপুরের পীরগঞ্জে বামগণতান্ত্রিক জোট বাংলাদশ কমিউনিষ্ট পার্টি উদ্যোগে সোমবার অর্ধদিবস হরতাল সফল করার লক্ষ্যে গতকাল রবিবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পীরগঞ্জ বাসস্ট্যান্ড উত্তরা হোটেলের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতের বক্তব্য বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যাপক কামরুজ্জামান, সাধারণ সম্পাদক এ্যাড: আবু সুফিয়ান হিরু। ক্ষেত মজুর সমিতির সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, সহ-সাধারণ সম্পাদক সঞ্চিত কুমার, পীরগঞ্জ পৌর কমিটির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী বিএসসি, কমিউনিষ্ট পার্টি থানা সদস্য জয়নাল আবেদীন বাবু শেখ প্রমুখ। বক্তাগণ বলেন গ্রাম শহরে গরীবদের রেশনিং ব্যবস্থা চালু, বাজার দ্রব্য নিয়ন্ত্রণ মূল্যবৃদ্ধির প্রতিবাদে হরতাল সফল করার জন্য সকল জনসাধারণ ও ব্যবসায়ীদেরকে এগিয়ে আসার আহবান জানান।