সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) হতে প্রাপ্ত একাদশ পর্যায়ের অনুদানের অর্থে চুড়ান্ত তালিকাভুক্ত উপকারভোগীদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রংপুরের পীরগঞ্জে পাঁচগাছী ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ মানব বিকাশ সংস্থা (মাবিস) বাস্তবায়ন ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) অর্থায়নে এ সব ছাগল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছাগল বিতরণ করেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: তাজুল ইসলাম। এ সময় মানব বিকাশ সংস্থার নির্বাহী পরিচালক মজিবর রহমান মন্ডল, সংস্থার সভাপতি জাকির হোসেন, কোষাধ্যক্ষ সীমা রাণী, আদিবাসী উন্নয়ন সংস্থার সভাপতি সুশীল তিগ্যা, সাংবাদিক লুৎফর রহমান, মোস্তফা মিয়া উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২১টি হত দরিদ্র পরিবারকে ২টি করে মোট ৪২টি ছাগল প্রদান করেন।