সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন
আব্দুল করিম সরকার: জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ একটি মজবুত অর্থনৈতিক ভিত্তির উপর ওপর আছে। এখন বাংলাদেশের সক্ষমতা অনেক বেশী। আমরা এখন নিজেদের অর্থেই অনেক কাজ এগিয়ে নিতে পারি। নিজেদের অর্থেই আমরা অনেক কাজ করতে সক্ষম হয়েছি। যেটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। তাঁর পাশাপাশি আছে আমাদের দেশের মানুষের অনেক বড় হৃদয়। আছে পরস্পরের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা। একের বিপদে অন্যের পাশে এসে দাঁড়ানোর দৃষ্টান্ত আমাদের দেশের মানুষের সহজাত প্রবৃত্তি। এ দৃষ্টান্ত বিশ্বে বিরল। সেকারণেই যেকোন বিপদ ও দূর্যোগ মোকাবেলা করাটা আমাদের জন্য সহজ হয়ে যায়। কোন ষড়যন্ত্রই উন্নয়ন অগ্রযাত্রাকে বাঁধাগ্রস্ত করতে পারবে না। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে। সেভাবেই এগিয়ে যাবে। আমরা তাঁর নেতৃত্বেই কাজ করে যাব। গতকাল সোমবার দুপুরে পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের করিমপুর কসবা জেলে পল্লীতে দূর্বৃত্ত কর্তৃক অগ্নি সংযোগে ক্ষতিগ্রস্ত ২’শ জনের মাঝে ৫০ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণকালে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসনের আয়োজনে বটেরহাট আরডিএস দাখিল মাদরাসায় চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান। বিকেলে স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এরপর অডিটরিয়াম হলরুমে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছায়াদৎ হোসেন বকুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক নূরুল আমিন রাজা, সহসভাপতি মোনায়েম সরকার, শানেরহাট ইউপি চেয়ারম্যান মেছবাহুর রহমান, চৈত্রকোল ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান শাহ্, উপজেলা আ’লীগের সম্পাদক পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, সাবেক সাংসদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায় প্রমুখ। সন্ধ্যায় ড. শিরীন শারমিন চৌধুরী এমপি উপজেলা প্রশাসন আয়োজিত স্থানীয় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উন্নয়ন মেলা পরিদর্শন, বঙ্গবন্ধুর মূর্যাল উদ্বোধন এবং পীরগঞ্জ জেলা পরিষদ ডাকবাংলোর মাঠে নতুন বহুতল ডাকবাংলো ভবনের উদ্বোধন শেষে সড়ক পথে সৈয়দপুরের উদ্দেশ্যে পীরগঞ্জ ত্যাগ করেন।