সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে পৈত্রিক সুত্রে পাওয়া ভোগদলীয় সম্পত্তিতে প্রতিপক্ষের লোকজন জোর পূর্বক গাছ কাটতে গেলে তাদের হামলায় আল মাসুদ নামের এক ছাত্রসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি উপজেলার মিঠিপুর ইউনিয়নের একবারপুর দক্ষিণপাড়া গ্রামে ঘটেছে। পীরগঞ্জ থানার এজাহারের বিবরণে জানা গেছে, একবারপুর গ্রামের শফিউজ্জামান মন্ডলের সাথে প্রতিবেশী জহুরুল, জাহাঙ্গীর, দুলা মন্ডলগংদের সাথে ২ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ ঘটনার জেরে মঙ্গলবার শফিউজ্জামানের বাঁশঝাড় জোর পূর্বক কাটতে থাকে জহুরুলগংরা। এতে শফিউজ্জামানের পুত্র আল মাসুদ মন্ডল বাধা দিলে জহুরুল ইসলামের নেতৃত্বে একদল ভাড়াটে গুন্ডা বাহিনী অর্তকিত ভাবে তাদের উপর হামলা চালায়। এতে আল মাসুদসহ ২ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর হাসপাতালে ভর্তি করান। ওইদিন পীরগঞ্জ থানার এসআই নারায়ন চন্দ্র ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উল্লেখ্য, বর্ণিত সম্পত্তি নিয়ে বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধি আইনের ১০৭/১১৭ সি ধারায় মামলা রয়েছে যা বর্তমানে আদালতে বিচারাধীন। এ ঘটনায় শফিউজ্জামানের পুত্র ফরমান আলী মন্ডল বাদী হয়ে পীরগঞ্জ থানায় ১৩জন আসামী করে থানায় এজাহার দিয়েছেন।