মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:২৬ পূর্বাহ্ন
আব্দুল করিম সরকার : রংপুরের পীরগঞ্জ থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন আব্দুল আউয়াল। তিনি গত ১১ ফেব্রæয়ারী নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানা থেকে পীরগঞ্জ থানায় যোগদান করেন। নবাগত ওসি আব্দুল আউয়াল পীরগঞ্জ থানায় তার কক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাসহ ৩টি আসন সংরক্ষণ করেছেন। যাদেরকে সম্মান জানিয়ে একটি করে সংরক্ষিত আসনগুলো হলো, বীর মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী এবং শিশুদের জন্য প্লাস্টিকের ঘোড়ার চেয়ার। ওসির সাথে সাক্ষাৎ প্রত্যাশীরা সংরক্ষিত আসনগুলোর মর্যাদাও রক্ষা করছেন। চেয়ার সংকট হলেও কেউই সংরক্ষিত আসনগুলোতে বসেন না। এছাড়াও ওসির কক্ষে সাধারণ মানুষের জন্য বেশ কয়েকটি চেয়ারও দেয়া হয়েছে। পাশাপাশি কক্ষটিতে দুটি বুক সেলফে পুলিশের চাকরীবিধি, আইন শৃঙ্খলা রক্ষা সহ কয়েক’শ বই সাজিয়ে রাখা হয়েছে। কথা হলে ওসি আব্দুল আউয়াল বলেন, আমি জাতিসংঘ মিশনে গিয়ে ৩টি দেশে (সুদান, দক্ষিণ সুদান ও উগান্ডা) চাকুরী করে দেখেছি, তারা শিশুদের ব্যাপারে খুবই যতœশীল এবং স্পর্শকাতর। সেই অভিজ্ঞতা কাজে লাগাচ্ছি। থানায় আমার কক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী এবং শিশুদের জন্য পৃথক চেয়ার সংরক্ষণ করে রেখেছি। মানুষের জীবনের মুল্যবোধকে কাজে লাগিয়ে চাকুরী করছি। তিনি আরও বলেন, থানা হোক শিশুদের জন্য পার্ক। কারণ অনেক শিশুর বাবা-মা অপরাধের কারণে গ্রেফতার হয়ে হাজতে থাকে। ওই বাবা-মা’র সাথে শিশুরাও আসে। শিশুরা যেন তা বুঝতে না পারে তাদের বাবা-মা হাজতে রয়েছে। সেজন্যই থানায় শিশু পার্ক করা দরকার। ওরা হাসবে, খেলবে। সেই সাথে আরও বলেন, আমি আগের কর্মস্থলেও শিশুদের পার্ক করে দিয়েছি। সেখানে শিশুরা এসে খেলাধুলা করে। ওদের মনের বিকাশ ঘটে।