মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি প্ল্যানিং ফিল্ড সার্ভিসেস ডেলিভারি এর আওতায় মাঠ পর্যায়ে নব-দম্পতিদের জন্য পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত পরিবার পরিকল্পনা, ঢাকা ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস ডেলিভারি পরিচালক (অর্থ) আমিনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পরিবার পরিকল্পনা অধিদপ্তর এনডিসি মহাপরিচালক (গ্রেড -১) সাহান আরা বানু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুরের পঃ পঃ পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, রংপুর পঃ পঃ বিভাগের উপ-পরিচালক ডাঃ শেখ সাইদুর রহমান, পীরগঞ্জ পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, সহকারী পরিচালক এটিএম নাজমুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বজ্রকথার সম্পাদক কবি সুলতান আহমেদ সোনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুহুল আমিন, এ্যাসিল্যান্ড খায়রুল ইসলাম, উপজেলা পঃ পঃ বিভাগের মেডিকেল অফিসার শ্রাবন্তী চৌধুরী, নবদম্পতি ইভা বেগম, সোহেল রানা প্রমুখ। উল্লেখ্য ওই কর্মশালায় ৩৬ জন নবদম্পতি অংশ গ্রহণ করেন। এর মধ্যে কাবিলপুর ইউনিয়নের জামালপুর গ্রামের হৃদয় প্রামাণিক ও ফারজানা মিথিলা বৃষ্টি দম্পতি এবং পীরগঞ্জ সদর ইউনিয়নের কিশোরগাড়ী গ্রামের মুন্না ও ইশ্পা জাহান মিলি জানান, আমরা বৈবাহিক জীবনে সবেমাত্র প্রবেশ করছি। আমাদের সাংসারিক জীবনে সন্তান গ্রহন বিষয়ে অনেক পরামর্শ শুনলাম। এতে আমরা অনেক উপকৃত হলাম।