মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:২৬ পূর্বাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: ২১শে ফেব্রুয়ারী মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও রেইনবো ক্লিনিক রংপুর এর স্বত্ত্বাধিকারী আমিরুল ইসলাম এর প্রথম পুত্র মরহুম সাকিব আল হাসানের স্মরণে গরীব ও অসহায় রোগীদের জন্য ১ দিনের ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রংপুরের পীরগঞ্জে মিঠিপুর ইউনিয়নের হাসানপুর জলচত্ত¡র ঈদগাহ মাঠে এ চিকিৎসা সেবা দেওয়া হয়। এতে বক্তব্য রাখেন মিঠিপুর ইউনিয়নের নব- নির্বাচিত চেয়ারম্যান ফরহাদ মন্ডল। ইউপি সদস্য হাফিজার রহমান, দিনার মিয়া, আমিনুল মিয়া, সুলতান মাহমুদসহ আরও অনেকে। ওইদিন রেইনবো ক্লিনিক এন্ড নার্সিংহোম, রংপুরের আয়োজনে ৫’শ জন গরীব ও অসহায়দেরকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।