মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:২৩ পূর্বাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) রংপুরের পীরগঞ্জ উপজেলার ছাত্রদের সংগঠন ‘পীরগঞ্জ ছাত্র কল্যাণ সমিতি’র (ডুসাপুর) ২০২২ সালের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো: মোত্তাকিম উর রহমান সিয়াম। শুক্রবার বিকেলে সমিতির সদ্য বিদায়ী সভাপতি মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক মুরাদ মন্ডল এক বছরের জন্য ওই কমিটির অনুমোদন দেন। এছাড়াও কোষাধ্যক্ষ পদে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন বায়োকেমিস্ট্রি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুমিনুল ইসলাম বিধান। সংগঠনের বাকি সদস্যদের সমন্বয়ে অতিশীঘ্র কমিটি পূর্ণাঙ্গ করার কথা জানান নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক। নতুন নেতৃত্বে আসা সংগঠনটির সভাপতি জাহিদ হাসান বলেন, আমরা উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ করবো। রংপুরের পীরগঞ্জ উপজেলা থেকে আসা শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি ও পীরগঞ্জে উচ্চশিক্ষার আলো পোঁছে দিতে কাজ করবো। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রায় ১২০ জন সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব পীরগঞ্জ (ডুসাপুর)। এক বছর পর পর এ সংগঠনের কমিটি গঠিত হয়। দীর্ঘদিন ধরে চলে আসা এই সংগঠনটির মাধ্যমে ওই অঞ্চলের শিক্ষার্থীদের জন্য কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক মেধাবী শিক্ষার্থী।