মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:২০ পূর্বাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের পিতা মদনখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আজিজার রহমান মন্ডলকে মঙ্গলবার বাদ আছর কাদিরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার জানাযায় অংশগ্রহণ করেন পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সাবেক এমপি আলহাজ্ব নূর মোহাম্মদ মন্ডল, রংপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহম্দে, রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, সাবেক পীরগাছা উপজেলা চেয়ারম্যান আফছার আলী, রংপুর জেলা বিএনপি গঙ্গাচড়া, পীরগাছা, কাউনিয়া, মিঠাপুকুর পার্শ্ববর্তী গাইবান্ধা জেলার বিএনপির নেতৃবৃন্দ আওয়ামীলীগ, জাতীয় পার্টি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানগণ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গ্রামবাসীসহ বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ কয়েক হাজার মুসল্লীগণ মরহুমের জানাযার নামাজে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, মঙ্গলবার ভোরে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…. রাজেউন)। মৃত্যুকালে তিনি ৫ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।