মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে মিঠিপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের দরিদ্র ফজলুল হকের স্কুল পড়ুয়া পুত্র সাকিব আল হাসান বাঁচতে এগিয়ে আসুন। সে দীর্ঘ দিন ধরে এ্যাপাষ্টিক এ্যানোমিয়া (রক্ত শুন্যতা) রোগে ভুগছেন। এক বছর হয় ঢাকা মেডিকেল কলেজের বøাড ক্যান্সার ও রক্ত পরিপক্ব বিভাগের ডাঃ মনিরুজ্জামানের নিকট চিকিৎসায় ছিলেন। তাকে পুরোপুরি সুস্থ্য করতে হলে “বোন ম্যারো ট্রান্সপ্লান্ট” অপারেশন করা জরুরী। তার শরীরে রক্ত ধারন ও উৎপাদন ক্ষমতা কম। এ পর্যন্ত চিকিৎসায় প্রায় দশ লক্ষ টাকা ব্যয় হয়েছে। ডাঃ মনিরুজ্জামান জানায়, তার অপারেশনে ১৫ লক্ষ টাকা ব্যয় হবে। দরিদ্র ফজলুল হক সর্বশেষ তার এক খন্ড জমি বিক্রয় করে অল্প কিছু টাকা সংগ্রহ করে ভারতে গিয়ে চিকিৎসার জন্য ইতোমধো ভিসাও সংগ্রহ করেছেন। অপারেশন বায় মিটাতে আরো ৭ / ৮ লক্ষ টাকার প্রয়োজন। সাকিব বর্তমানে রংপুর মেডিকেল কলেজের ক্যান্সার ও রক্ত পরিপক্ব বিভাগের ডাঃ একেএম কামরুজ্জানের চিকিৎসা তত্ত¡াবধায়নে রয়েছেন। সাকিবের পিতা তার সন্তানকে বাঁচাতে জরুরী অপারেশনের জন্য দেশের হৃদয় বান দানশীল ব্যাক্তিগণের নিকট সাহায্যের সবিনয় আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা। ইসলামি ব্যাংক পীরগঞ্জ শাখা, রংপুর, হিসাব নং ২০৫০৭৭৭০২০৪২৭১১, বিকাশ নং ০১৭২৯৩২৭৫৮০।