মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:২৩ পূর্বাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ ফুটবল একাডেমীর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার বিকালে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন পীরগঞ্জ পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান মন্ডল মিলন, উপজেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ¦ শরীফ নেওয়াজ, ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক-মাহামুদুল হাসান সোহেল, একাডেমীর সভাপতি সুধীর চন্দ্র রায়, পৌর কাউন্সিলর আরমান আলী তালুকদার ও মশিউর রহমান পারভেজ। সাবেক ফুটবলার বাবলু সর্দার, আবু জান্নাত নুর পলাশ ও শাহিন মিয়া প্রমূখ। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান শেষে স্থানীয় সুধীজন ও একাডেমীর খেলোয়ারদেও মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।