মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:২২ পূর্বাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: মাঘের বৃষ্টিতে রংপুরের পীরগঞ্জে কোটি কোটি টাকা মুল্যের ইট আর কলা এবং আলুসহ রবি শস্যের অপুরনীয় ক্ষতি হয়েছে। গত দুইদিন ধরে তীব্র বাতাসে বৃষ্টিতে বেশকিছু গাছ এবং মাটি ও টিনের ঘেরা দেয়া ঘর ভেঙ্গে গেছে। শুক্রবার ভোর ৬টা থেকে শুরু হওয়া ঝড়-বৃষ্টিতে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছেন ভাটা মালিকেরা। পাশাপাশি কলা, আলু সহ রবি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অপরদিকে ঝড়-বৃষ্টিতে ঠান্ডা আরও জেঁকে বসেছে। দরিদ্র ও বয়োবৃদ্ধরা শীতে ঘর থেকে বের হতে কষ্ট পাচ্ছেন। উপজেলার কয়েকটি ইউনিয়ন থেকে ঝড়ে কলার গাছ এবং ঘর ভেঙ্গে পড়ার খবর পাওয়া গেছে। উপজেলার ১৫ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এলাকায় ৫৮ টি ইট ভাটায় ইট পোড়ানো হচ্ছে। ওইসব ভাটায় তৈরী করা কাঁচা ইটগুলো রৌদ্রে শুকানোর জন্য রাখা ছিল। পাশাপাশি পোড়ানোর জন্য খোলা মাঠে স্তুপ করে রাখা কোটি কোটি টাকা মুল্যের লাখ লাখ ইট বৃষ্টির পানিতে গলে গেছে। ভাটায় জমে গেছে পানি। এতে ভাটা মালিকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। পীরগঞ্জের টুকুরিয়া ইউনিয়নের কানঞ্চগাড়ী গ্রামের ভাটা ব্যবসায়ী তরিকুল ইসলাম উজ্জ্বল মিয়া বলেন, বৃষ্টি থেকে কাঁচা শুকনো ইট রক্ষায় পলিথিন দিয়েছি। তারপরও প্রায় ১০ লক্ষ ইট পানিতে ভিজে গলে গেছে। আর এতে আমার দুটি ভাটায় প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে। উপজেলা ইট ভাটা প্রস্তুতকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি বলেন, বৃষ্টিতে উপজেলার ভাটা মালিকদের প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এই ক্ষতিপুরণ তারা কিভাবে পুষিয়ে নিয়ে তা বুঝতে পারছি না। এ ব্যাপারের সরকারের সু-দৃষ্টি কামনা করছি। উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার বলেন, বৃষ্টিতে কলা আর আলুর ক্ষতি হলেও চলতি ইরি বোরোর চারা রোপনে কৃষকরা অনেক উপকৃত হবেন।