মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে ১২নং মিঠিপুর ইউপি নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর বাড়ীতে গিয়ে মিষ্টি মুখ করালেন বিজয়ী চেয়ারম্যান। মঙ্গলবার বিকালে সদ্য নির্বাচিত স্বতন্ত্র চেয়ারম্যান ফরহাদ মন্ডল তার সমর্থকদের সাথে নিয়ে জাসদ নেতা (প্রতীক- মশাল) পরাজিত চেয়ারম্যান প্রার্থী হাসান আলী সরকার তার গ্রামের বাড়ী একবারপুরে গিয়ে শান্তনা মূলক সৌজন্য সাক্ষাৎ করে ফরহাদ মিষ্টি তুলে খাওয়ান হাসান আলীকে। উল্লেখ্য, গত ৩১ জানুয়ারী ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পীরগঞ্জের মিঠিপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান জনাব মুসা আলী মন্ডলের পুত্র ফরহাদ মন্ডল ৪ হাজার ৬ শ ৪৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব হাসান আলী সরকার পেয়েছিলেন ৩ হাজার ৪ শত ৮৫ ভোট।