মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে মাদারগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক সুলতান মাহমুদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে। বুধবার দুপুরে ওই মাদ্রাসার সামনে শিক-শিার্থী ও এলাকাবাসী মানববন্ধনে অংশ নেন। জানাগেছে, মঙ্গলবার সন্ধ্যায় মাদ্রাসাটির প্রায় ৫০ একর জমি উন্মুক্ত পদ্ধতিতে লীজ দেয়া হয়। এ লীজ কার্যক্রমে মিঠিপুর ইউনিয়নের একবারপুর পুর্বপাড়ার মতিন মিয়া ১৫’শ টাকায় ১৭ শতক জমি লীজ নিয়ে জমি বুঝে না পাওয়ায় দ্বন্দ শুরু হয়। একপর্যায়ে তর্ক-বিতর্ক শুরু হলে মতিন মিয়ার নেতৃত্বে মাদ্রাসাটির ইসলামের ইতিহাস বিষয়ের প্রভাষক শিক্ষক প্রতিনিধি (টিআর) সদস্য সুলতান মাহমুদকে লাঞ্চিত করে। লাঞ্চিত শিক্ষক জমি লীজ কমিটির সদস্য। মাদরাসাটির শিক্ষক-শিক্ষার্থীদদের ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন- মাদ্রাসাটির অধ্য মাওলানা আবু বক্কর মন্ডল, উপাধ্য মোস্তফা আল আমিন, ব্যবস্থাপনা কমিটির সদস্য খায়রুল আনান সরকার বাবলু। মানব-বন্ধনে একাত্মতা প্রকাশ করেন মাদারগঞ্জ ডিগ্রি কলেজের অধ্য শহিদুল ইসলাম, মাদারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক রেজাউল করিম ফারুক, মাদারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক শাহ মোঃ তাজুল ইসলাম শামীম, মাদারগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম প্রমুখ। বক্তারা মাদ্রাসা শিক সুলতান মাহমুদের উপর হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তি দাবী করে। শেষ খবর পাওয়া পর্যন্ত হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।