মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন
আব্দুল করিম সরকার : মানুষ মাত্রই বড় হওয়ার স্বপ্নে বিভোর। এই স্বপ্নের বাস্তবায়নে তাকে একটা পেশা বেছে নিতেই হয়। এই পেশাই তার উপরে ওঠার একমাত্র সিড়ির কাজ করে। কিন্তু পেশাগত দায়িত্বের বাহিরে যাওয়া মানুষগুলো একটু বেশি ঝুঁকিতেই থাকে বৈকি! কারণ- যার কাজ তারেই সাজে, অন্যর গলায় কাঁটা বাজ। দুলালের অবস্থাও খানিকটা এরকম। খানিকটা ঝুঁকি নিয়ে একটা সাইনবোর্ড লাগানোটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। নির্বাচনী প্রচারণার শ্লোগান করে বেশ ভালোই কাটছিল দুলালের। মিছিলে তার দরাজকণ্ঠ সকলকেই বিমোহিত করত। কিন্তু বাঁধ সাধল একটা সাইনবোর্ড। আর সেই থেকেই হুইল চেয়ারে বসে দিন কাটছে দুলালের পুরো নাম দুলাল তালুকদার, পিতাঃ মৃতঃ আহাদ আলী তালুকদার, গ্রামঃ পীরগঞ্জ (কেন্দ্রীয় শহীদ মিনারের পিছনে), তার জন্ম তারিখ- ২৫ এপ্রিল ১৯৮৬ইং। দুলাল বর্তমানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ পীরগঞ্জ উপজেলা শাখার বন ও পরিবেশক বিষয়ক সম্পাদক। ২০১৫ সালের ২৬ আগষ্ট কছিমননেছার প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম মানু সর্দারের ২য় তলা দলীয় কার্যালয়ের সাইন বোর্ড লাগাতে গিয়ে পড়ে গিয়ে কোমরে আঘাত প্রাপ্ত হন দুলাল। এ্যাসপাইলনকট থেতলে যায়। মেরুদন্ডসহ দুই পা, দুই হাত অবশ হয়ে যায়। পৈত্রিক সুত্রে পাওয়া বাবার দুই শতক জমি বিক্রি করে চিকিৎসা নেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে এ্যাসপাইলনকট অপারেশন করে। জমি বিক্রির ৬ লক্ষ টাকা খরচ করে নিঃস্ব অবস্থায় জীবন যাপন করছেন তিনি। বর্তমানে সাব রেজিষ্ট্রি অফিসের পিছনে শাহজাহান আলী লাট্টুর ভাড়া বাসায় ৩ বছর ধরে বসবাস করে আসছেন। তার পক্ষে ছেলের খরচসহ ভাড়ার টাকা দেওয়া দুর্বিসহ হয়ে পড়েছে। তার একমাত্র ছেলে শাহরিয়ার তালুকদার সহজ (বয়স ৮ বছর)কে নিয়ে তিনি কোন ভাবে বেঁচে আছেন। প্রায় ৭ বছর ধরে হুইল চেয়ারে বসে দিন কাটছে তার। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে গেলে ৭ থেকে ৮ লক্ষ টাকার প্রয়োজন। দলীয় কোন সাহায্য সহযোগিতা পাননি তিনি। তাকে সমাজের বিত্তবান দানশীল ব্যক্তি সহায়তা করতে হলে ০১৭৩৭৫৭০০৪৪ অথবা ০১৭৮৯৪৪৪৬০৩ (নগদ) নম্বরে সাহায্য করতে পারবেন।