মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে বড়দরগাহ ইউনিয়নের নবনির্বাচিত নারী চেয়ারম্যান মাফিয়া আক্তার শিলা ও ইউপি সদস্যদের দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্ত্বরে সুধীজনদেরকে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার বিকালে ইউপি সচিব নুর আলম মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন নব নির্বাচিত চেয়ারম্যান মাফিয়া আক্তার শিলা, ইউপি সদস্য সাহেব আলী। সুধীজনের মধ্যে মীর শফিউর রহমান লাভলু, কায়রো মিয়া, লেবু মিয়া, হাসান আলী প্রমুখ। উল্লেখ্য ওই ইউনিয়নে ১৯৭১ সাল থেকে জারজিজার রহমান চেয়ারম্যান থেকে শুরু করে ২০২১ সাল পর্যন্ত পুরুষ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে থাকে। গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ওই ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হলেন পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং বড়দরগাহ্ ইউপির দুই বারের সাবেক চেয়ারম্যান মরহুম মোতাহারুল হক বাবলুর কন্যা মাফিয়া আক্তার শিলা। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস মার্কা নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়। নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে প্রথম অধিবেশনে, মাফিয়া আক্তার শিলা বলেন সব কিছুর সাথে আপোষ করলেও মাদক আর জুয়ার সাথে কোন আপোষ করবো না। কারণ মাদক আগামী প্রজন্মকে ধ্বংস করলে দেশ পিছিয়ে যাবে। তিনি ৩ নং বড়দরগাহ্ ইউনিয়ন পরিষদ কে একটি ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান।