মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০১:৫১ অপরাহ্ন
আব্দুল করিম সরকার : বাংলাদেশ ধর্মনিরপেক্ষতার দেশ। অসাম্প্রদায়িকতার দেশ। সকল ধর্মের মানুষ এখানে শান্তিপূর্ণভাবে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। প্রত্যেক ধর্মের মানুষের একটা করে নিজস্ব উপাসনালয় থাকে। তেমনি খ্রিষ্টধর্মাবলম্বীদের থাকে একটি গির্জা। অবাক করার মত হলেও এটাই সত্যি যে, রংপুরের পীরগঞ্জে চৈত্রকোল ইউনিয়নের খালিশা মিশন ধর্মপল্লী গির্জার হলরুমটি বেহাল অবস্থায় পড়ে আছে। ফলে, খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপনে নানা ধরনের সমস্যা পোহাতে হয়। ধর্মীয় উৎসব গুলো হলরুমের অভাবে পালন করতে পারছেন না। সরে জমিন ঘুরে দেখা গেছে, ৪১ বছর আগে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের জন্য ভবনটি নির্মাণ করা হয়েছিল। শুধুমাত্র সংস্কারের অভাবে বছরের পর বছর ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ভবনটির চারিদিকে ভাঙ্গন ও প্লাষ্টার খুলে খুলে পড়ছে। জানালা দরজা নেই, ভবনের মেঝে কাঁচা ও স্যাঁত-সেঁতে বিরাজ করছে। ভবনটির চারিপাশে পরগাছা জন্ম নিয়েছে। বিষয়টি তদারকি না করলে হয়ত দু দিন বাদে সংস্কারের অভাবে এটি নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। উল্লেখ্য, গির্জার এই হলরুমটি ১৯৮০ সালে ফাদার জোভান্নি ভানসেত্তি পিমে প্রতিষ্ঠা করেন। এ ব্যাপারে খালিশা মিশন এর ফাদার আনসেলমো মার্ডী জানান, ভবনটি সংস্কার করা হলে বিনোদন, সেমিনার, সভা-সমাবেশ করা যাবে। সংস্কারের জন্য মাননীয় স্পীকার ও পীরগঞ্জ আসনের এমপি ড. শিরীন শারমিন চৌধুরীর আশু হস্তক্ষেপ কামনা করছেন।