মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: বাংলাদেশ গীতা পরিষদ উপজেলা ও পৌর শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পীরগঞ্জ ইউনিয়নের মকিমপুরে রাধা রমন গিরিধারী জিউ মন্দির প্রাঙ্গণে গীতা পরিষদ পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি বিনয় চন্দ্র বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ গীতা পরিষদ রংপুর জেলা শাখা সভাপতি উৎপল ভৌমিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ গীতা পরিষদ রংপুর জেলা শাখা সাধারণ সম্পাদক গৌতম কুমার দাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পুজা উদ্যাপন পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সুধীর চন্দ্র রায়, সাধারণ সম্পাদক নিরাঞ্জন চন্দ্র মহন্ত। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ পীরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ কুমার বিশ্বাস পবিত্র। বাংলাদেশ গীতা পরিষদ পীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী মহাদেব বর্মন। সাংগঠনিক সম্পাদক অধীর চন্দ্র মহন্ত । অর্থ সম্পাদক প্রতাপ চন্দ্র সাহা। বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ পীরগঞ্জ পৌর শাখার সভাপতি সুনীল চন্দ্র পাল, গীতা পরিষদ পীরগঞ্জ পৌর শাখার সভাপতি ধনঞ্জয় চন্দ্র পাল। সাধারণ সম্পাদক সঞ্জয় চন্দ্র সাহা প্রমুখ। শেষে সনাতন ধম্বালম্বীদের মাঝে গুলশান হোটেল মালিক প্রতাপ চন্দ্র সাহা প্রসাদ বিতরণ করেন।