মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০২:০৩ অপরাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় শহিদ মিনারে ভোর ৬টা ৪০ মিনিটে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপরই প্রথমে শহিদ বেদিতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ও পীরগঞ্জ আসনের এমপি ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায় ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম। পরে একে একে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডলসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান, পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠন, উপজেলা বিএনপি ও পৌর বিএনপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদ, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি এবং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ। সকাল ৯ টায় বিজয়ের এ দিনটিকে ঘিরে পীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে বিজয় উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়, উপজেলা চেয়ারম্যান ও সাবেক এমপি আলহাজ্ব নুর মোহাম্মদ মন্ডল এবং পৌর মেয়র এ এসএম তাজিমুল ইসলাম শামীম, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র। উদ্বোধনের পর পুলিশ সদস্য, আনছার ভিডিপি, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রতিষ্ঠান সালাম বিনিময় করেন। এরপর সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর শারীরিক কসরত প্রদর্শন করে। বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার শপথ বাক্য পাঠ শেষে ওই দিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।