মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রংপুরের পীরগঞ্জে কর্ম করে জীবিকা নির্বাহ করতে অটো টেম্পু, অটো রিক্সা (সিএনজি) ইউনিয়নের শতাধিক চালক উপজেলা চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছেন। সোমবার দুপুরে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে ওই স্মারকলিপি দেন তারা। স্মারকলিপি সুত্রে জানা গেছে, উপজেলার সিএনজি ইউনিয়ন কার্যালয়ের সিদ্ধান্ত মোতাবেক রংপুর-ঢাকা মহাসড়কে কোন প্রকার সিএনজি চলাচল করবে না। পাশাপাশি বিকল্প রাস্তা হিসেবে পীরগঞ্জের পকেট রাস্তাগুলোতে সিএনজি চালিয়ে তারা জীবিকা নির্বাহ করে থাকে।
কিন্তু হঠাৎ করে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের পীরগঞ্জ ও খালাশপীর শাখার উদ্যোগে উপজেলার একাধিক রাস্তায় ১০/১২ টি চার চাকার লেগুনা চলাচলের অনুমতি দেয়ায় বেকায়দায় পড়েছে সিএনজি চালকেরা। ফলে শ্রমিকদের রুজি রোজগার বন্ধ হয়ে গেছে। লেগুনাগুলো বন্ধের দাবি জানিয়ে সিএনজি চালকেরা পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সাবেক এমপি আলহাজ্ব নূর মোহাম্মদ মন্ডলকে স্মারকলিপি দিয়েছেন। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, উপজেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ৩০৪০) এর সভাপতি মন্টু মিয়া, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম শাহীন মিয়া উপস্থিত ছিলেন। শ্রমিকরা স্মারকলিপি প্রদানের সময় বলেন, আমাদের দাবী না মানলে জীবন বাঁচাতে প্রয়োজনে ধর্মঘট করে সমস্ত যাহবাহন বন্ধ করে দেওয়া হবে। কয়েকদিন ধরে আমরা পরিবার নিয়ে চরম দুর্দশায় আছি। উপজেলা চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল বলেন, আগে থেকেই শ্রমিকরা উপজেলার অভ্যন্তরীন রাস্তাগুলোতে সিএনজি চালিয়ে আসছেন। হঠাৎ করে লেগুনা চালানোর সিদ্ধান্ত নেয়ায় শ্রমিক শ্রমিকরা ফুঁসে উঠেছে। আমরা তাদের দাবী আদায়ের জন্য চেষ্টা করব।