মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে পীরগঞ্জে ইউনিয়ন আওয়ামীলীগ বিশেষ বর্ধিত সভা করেছে। গতকাল শুক্রবার উপজেলার ১০ টি ইউনিয়ন আওয়ামী লীগ কমিটি দলীয় কার্যালয়ে ওই সভা করে। জানা গেছে, আগামী ১১ নভেম্বর দেশে ২য় ধাপে ৮৪৮ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে পীরগঞ্জের ১৫ ইউনিয়নের মধ্যে ১০ টি তে ওই নির্বাচন হবে। এ লক্ষ্যে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে চেয়ারম্যান পদের প্রার্থী হিসেবে নাম তালিকাভুক্ত করার জন্য ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বিশেষ বর্ধিত সভা করার নির্দেশ দেয়া হয়েছে। ওই নির্দেশের আলোকে শুক্রবার উপজেলার ১০ টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সভা করা হয়েছে। বিকেল থেকেই দলীয় কার্যালয়ে ইউনিয়ন নেতাকর্মীরা উপস্থিত হতে থাকেন। যেন স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচন জমে উঠেছে। উপজেলার বড়আলমপুর, রায়পুর, পীরগঞ্জ সদর, মিঠিপুর ও রামনাথপুর ইউনিয়নে নির্বাচন হবে না। অন্যান্য ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের নৌকা প্রতীকে মনোনয়ন পেতে প্রায় ১’শ জন প্রার্থী নির্বাচনী প্রচারনা চালিয়ে আসছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আওয়ামীলীগ নেতা বলেন, চেয়ারম্যান পদে নৌকা প্রতীক না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো। টুকুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম রফিক বলেন, আমি উপজেলা আওয়ামীলীগের কমিটি তে আছি। আমি আশাবাদী দলীয় প্রতীক পাবো। উপজেলার কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইউনিয়নটির আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লাজু বলেন, দলীয় নির্দেশ পাওয়ার পরই আমরা বিশেষ বর্ধিত সভা করছি। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা আওয়ামীলীগের দলীয় মনোনয়নের জন্য ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে কম্পিউটারে কম্পোজ করা আবেদন করছেন। প্রায় ১০ জন চেয়ারম্যান প্রার্থী আবেদন করবেন বলে জানা গেছে। দলীয় বিধি অনুযায়ী আমরা কমপে ৩ জন চেয়ারম্যান প্রার্থীর নাম সভায় রেজ্যুলেশন করে উপজেলা কমিটির কাছে প্রেরণ করবো। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গা বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের কাছ থেকে কমপে ৩ টি করে চেয়ারম্যান প্রার্থীর নাম প্যানেল আকারে চেয়েছি। গতকাল শনিবার উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে বর্ধিত সভা করে জেলা কমিটির কাছে পাঠানোর পরিকল্পনা রয়েছে। গত ইউনিয়ন পরিষদের নির্বাচনে ১৫টি ইউনিয়নের মধ্যে ১৩ জন আওয়ামী লীগের দলীয় প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।