মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রংপুরের পীরগঞ্জে সুনামধন্য নারী শিক্ষা প্রতিষ্ঠান কছিমন নেছা মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শেখ হাসিনা ৭৫তম জন্মদিন পালন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা অডিটরিয়াম হল রুমে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি তাজিমুল ইসলাম শামিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি ও পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ মন্ডল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আজিজুর রহমান রাঙ্গা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশিয়ার রহমান মাষ্টার। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম মান্নু। কেক কাটা শেষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজ করা হয়।