মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: পীরগঞ্জে ইলেকট্রনিক্যাল হাউজ ওয়ারিং বিষয়ে প্রশিণ প্রাপ্ত যুবকদের-কে ব্যবসায়িক উপকরণ প্রদান করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়ের সভাপতিত্বে ও সিটিজেন কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাগরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সাবেক এমপি আলহাজ্ব নূর মোহাম্মদ মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা আলম রিনা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আঃ রশিদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শাহজাহান আলী প্রধান, ভিএসও কো-অর্ডিনেটর ইলিয়াছ হোসেন, ভিএসও প্রজেক্ট কো-অর্ডিনেটর শফিকুল ইসলাম, উপজেলা সিটিজেন কমিটির সভাপতি সাজেদুল ইসলাম মুকুল। আলোর দিশারী কাবের সদস্য আহসান হাবিব প্রমুখ। উল্লেখ্য, ভিএসও ইন বাংলাদেশ এর সহযোগিতায় মহিলা যুব সমাজ কল্যাণ সমিতি এমজেএসকেএস এর বাস্তবায়নে ও কারিগরী প্রশিক্ষণের মাধ্যমে নারী ও যুবকদের কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। এদিকে আলোচনা সভা শেষে প্রধান অতিথি ইলেকট্রনিক্যাল হাউজ ওয়ারিং প্রশিণ প্রাপ্ত যুবকদের ১২ জনকে উপকরণ এবং ০২ জনকে মোবাইল সার্ভিসিং সামগ্রী সার্টিফিকেট প্রদান করেন।