মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৭:২৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রংপুরের পীরগঞ্জ বালিকা দাখিল মাদ্রাসার সুপার, শিক্ষকদের সাথে সভাপতি ও অবসরপ্রাপ্ত সুপার আলহাজ্ব মাওলানা মোঃ আফজাল হোসেন সরকার মতবিনিময় করেছেন। শনিবার মাদ্রাসার সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সুপার আব্দুল হাই সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সুপার আব্দুল জলিল, সহকারী শিক্ষক রেহেনা আক্তার, আব্দুল করিম সরকার, মামুন মিয়া, সালমা বেগম, মাহবুবার রহমান প্রমুখ। সভাপতি বলেন শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে স্বাস্থ্য বিধি মেনে গত ১২ সেপ্টেম্বর উৎসব মুখর পরিবেশে নন-এমপিও ভুক্ত প্রতিষ্ঠান হলেও শিক্ষকদের আন্তরিকতায় পাঠদান অব্যাহত রয়েছে। জাতীয় সংসদের স্পীকার ও পীরগঞ্জ আসনের এমপি ড. শিরীন শারমিন চৌধুরী মহোদয় কর্তৃক মাদ্রাসার উন্নয়ন কল্পে ৫০ হাজার টাকা প্রদান করায় স্পীকার মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন।