মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বগুড়া-রংপুর মহাসড়কের পীরগঞ্জ থানাধীন ধাপেরহাট হইতে মিঠাপুকুর থানাধীন দমদমা ব্রীজ পর্যন্ত ৪২ কিলোমিটার মহাসড়ক এলাকাজুড়ে নিরলস ভাবে দুর্ঘটনা প্রতিরোধে কাজ করছে বড়দরগাহ হাইওয়ে থানা। নসিমন, করিমন, ভটভটি, আলমসাধু, সিএনজি, ইজিবাইক ইত্যাদি অযান্ত্রিক- নিষিদ্ধ যানবাহনের চলাচল অনেকাংশে রোধ করা সম্ভব হয়েছে বলে বড়দরগাহ হাইওয়ে থানা জানান। পুলিশ জানায়, চলতি বছর জানুয়ারি/২০২১ – সেপ্টেম্বর/২০২১ খ্রিষ্টাব্দ নয় মাসে উক্ত মহাসড়কে থ্রি- হুইলার সংক্রান্ত দুর্ঘটনা নেই বললেই চলে। বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং ব্যবস্থাপনার মহাসড়কে সংশ্লিষ্টতা জোরদার এবং ড্রাইভার ও হেলপারদের নিয়ে নিয়মিত মহাসড়কে মাসিক ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক সভা ও এলাকাজুড়ে নিয়মিত মাইকিং এবং পথসভা দুর্ঘটনার হ্রাসের অন্যতম কারণ। এ ব্যাপারে অফিসার বড়দরগাহ হাইওয়ে থানা ইনচার্জ ইয়ামিন-উদ-দৌলা জানান, মহাসড়কে অনাকাঙ্খিত দুর্ঘটনা প্রতিরোধে সকল শ্রেণী এবং মহলের আন্তরিক সহযোগিতা, মহাসড়ক ব্যবহারকারীদের সচেতনতা এবং নিষিদ্ধ- অযান্ত্রিক যানবাহনের ব্যবহার পরিহার, নিঃসন্দেহে মহাসড়ক ব্যবস্থাপনায় নিরাপদ।