মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন
আলোর সংবাদ ডেক্স: রংপুর বিভাগে টানা তিন দিন পর করোনায় ফের মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের লালমনিরহাট জেলায় একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আরও ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। একইসঙ্গে সুস্থ হয়েছেন ১৭৫ জন। শনাক্তের হার ৬ দশমিক ২৯ শতাংশ।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৮৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে দিনাজপুরের ১৯, ঠাকুরগাঁওয়ের ১২, রংপুরের ৮, পঞ্চগড়ের ৫, নীলফামারীর ৪, কুড়িগ্রামের ৩ এবং গাইবান্ধার দুইজন রয়েছেন।
গত বছরের মার্চে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত রংপুর বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২১৯ জন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দিনাজপুরে। এ জেলায় সর্বোচ্চ ৩২২ জন মারা গেছেন।
দ্বিতীয় সর্বোচ্চ ২৯০ জনের মৃত্যু হয়েছে বিভাগীয় জেলা রংপুরে। জেলা হিসেবে সবচেয়ে কম ৬৩ জন মারা গেছেন গাইবান্ধায়। এ ছাড়া ঠাকুরগাঁওয়ে ২৪৬ জন, নীলফামারীতে ৮৭ জন, পঞ্চগড়ে ৭৯ জন, কুড়িগ্রামে ৬৬ জন ও লালমনিরহাটে ৬৬ জন মারা গেছেন।
এখন পর্যন্ত বিভাগে মোট ২ লাখ ৬৯ হাজার ৫৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৪ হাজার ৩৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৫০ হাজার ৮৯৯ জন।
এদিকে রংপুর বিভাগে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ৩৭ লাখ ৮১ হাজার ৮৯৯ জনকে করোনার ভ্যাকসিন প্রদান করা হয়েছে। এ বিভাগের আট জেলায় প্রায় পৌনে দুই কোটি মানুষের বসবাস।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম বলেন, গণটিকাসহ বিভিন্ন বয়সী মানুষকে টিকার আওতায় আনার ফলে সংক্রমণ ও মৃত্যুর হার কমেছে। তবে এখন যেভাবে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে, তা উদ্বেগজনক। এভাবে চলতে থাকলে সংক্রমণ ও মৃত্যুর হার আবারও বাড়তে থাকবে।