মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:০৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের জলামহল গ্রামে এক অগ্নিকান্ডে ৩টি ঘর পুড়ে গেছে। গত শুক্রবার রাত ১২ টায় উক্ত গ্রামের মছির উদ্দিনের পুত্র খলিলুর রহমানের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সুচনা হয়। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা চারিদিকে গ্রাস করে ৩টি ঘরের আসবাবপত্র নগদ টাকা ধান চালসহ ৩ লাখ টাকার মালামাল ভস্মীভুত করে। বিচ্ছিন্ন এলাকা হেতু যোগাযোগের রাস্তা না থাকায় ফায়ার সার্ভিস এর লোকজন যথাসময়ে অকুস্থলে পৌছুতে পারেনি। খবর লেখা পর্যন্ত কোন পদস্থ কেউ ঘটনাস্থল পরিদর্শন বা কোন সাহায্য সহযোগিতা করেনি।