বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রংপুরে পীরগঞ্জে টেলিভিশনে বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় শাকিলা খাতুন নামের ১০ম শ্রেণির এক ছাত্রী বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যুবরণ করেছে। শনিবার উপজেলার রায়পুর গ্রামে ঘটনাটি ঘটেছে। জানা গেছে, উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামের শাহাদৎ আলীর ১০ম শ্রেনীর স্কুল পড়ুয়া কন্যা শাকিলা খাতুন। সে বাড়ীতে টেলিভিশন দেখার জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে ডিস লাইনের তারের সাথে বিদ্যুতের লাইন সংযুক্ত হওয়ায় শাকিলা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। সে রায়পুর বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণী ছাত্রী বলে জানা গেছে। এ ঘটনায় পীরগঞ্জ থানায় ইউডি মামলা হয়েছে।