বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন
আব্দুল করিম সরকার : রংপুর-ঢাকা মহাসড়ক পীরগঞ্জের খেজমতপুর সড়কে এক যুগ ধরে বসেছে কচুর হাট। কাগজে কলমে মহাসড়কের পাশে এ ধরণের হাট বসানোর নিষেধাজ্ঞা থাকলেও তা মানছেন না হাট ইজারাদার। ফলে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট ও দূর্ঘটনা। জানা গেছে, উত্তরবঙ্গের রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের খেজমতপুর মহাসড়কে বিশাল কচুরহাট বসিয়ে চলছে বেচা-কেনা। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে যানবাহনের যাত্রী, চালক ও পথচারীরা। এদিকে হাটের জন্য ১ একর ৯ শতক জমি থাকা স্বত্বেও মহাসড়কের উপর এ হাটটি বসে। প্রতিদিন সকাল থেকে রাত ১০ পর্যন্ত কচুর হাট বসায় লোকজন কচু কেনা বেচা করে বিভিন্ন নছিমন, করিমন, ভটভটি ও ট্রাকযোগে বিভিন্ন জেলায় চলে যায়। এদিকে চলতি বছরে ওই হাটটি ১৬ লাখ ৫০ হাজার টাকা ইজারা দিয়েছে উপজেলা পরিষদ। হাটে কচু বিক্রি করতে আসা রহমত আলী, খাদেমুল ইসলাম বলেন হাটটি এখানে বসানো ঠিক হয়নি যেকোন মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমি এ হাটে এসে সব সময় ভয়ের মধ্যে থাকি। হাট কর্তৃপ জানান, হাটের প থেকে ১০ জন লোক হাট লাগার শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত সর্তক সংকেতের জন্য রাখা হয়েছে বিশেষ নজরদারির জন্য, যাতে কোন দুর্ঘটনা না ঘটে। এছাড়াও মহাসড়কটি ৪ লেনে প্রশস্ত করণের লক্ষ্যে সাসেক চায়না কোম্পানী কাজ করে যাচ্ছেন। এ ব্যাপারে হাট ইজারাদার ও স্থানীয় আওয়ামীলীগ নেতা মোফাজ্জল হোসেন বাদল মাষ্টার জানান, শুরু থেকেই হাটটি রাস্তার উপরই বেচাকেনা হয়। তবে নতুন করে কি হলো? এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায় জানান, হাট ইজারাদারদের সাথে কথা বলে ব্যবস্থা নিবো।