বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রংপুরের পীরগঞ্জে পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে জন্মাষ্টমী পালিত হয়েছে। সোমবার কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি এ্যাড: সন্তোষ কুমার সরকার ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বিশ্বাস এর সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিকে প্রজাপাড়া পালপাড়ায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সাবেক এমপি আলহাজ্ব নূর মোহাম্মদ মন্ডল, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুল আমিন রাজা, সহ-সভাপতি শাহিদুল ইসলাম পিন্টু, আলহাজ্ব মকবুল হোসেন সর্দার, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশিয়ার রহমান মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার নজরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।