বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রংপুরের পীরগঞ্জে টাকা নিয়েও জমি লিখে না দেওয়ায় চাচার বিরুদ্ধে ভাতিজি থানায় প্রতারণার মামলা করেছেন। মামলার এজাহারের বিবরণে জানা গেছে উপজেলার চতরা ইউনিয়নের কাংগুরপাড়া (দিঘীপাড়া) গ্রামের মৃত: সম হেমরম মৃত্যুবরণ করলে নৃগোষ্ঠি সম্প্রদায়ের এতিম দুই ভাই বোন শিউলী ও শরিফ হেমরম তার আপন চাচা ভির্জিলিউস হেমরম নিকট থেকে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ও নন-জুডিশিয়াল স্ট্যাম্পে ২৪ শতক জমির উপর ৩ লক্ষ ৩১ হাজার টাকা প্রদান করেন ভাতিজা। সুচতুর চাচা ভির্জিলিউস জমি দিবে না বলে দিনে পর দিন কালক্ষেপন করে আসছে। এদিকে নিরুপায় হয়ে এতিম দুই ভাই বোন সমাজের দ্বারে দ্বারে ধর্ণা দিয়েও কোন প্রতিকার পায়নি। অবশেষে গত ১৭ আগষ্ট শিউলী হেমরম বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ১৯, তাং- ১৭/০৮/২১ইং। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুদিপ্ত শাহিন জানান, ইতিমধ্যেই প্রতারণার দায়ে ভির্জিলিউস গ্রেপ্তার করে রংপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।