বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন
আব্দুল করিম সরকার : প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন খাতায় অনেক খবর রয়ে যায় অগোচরে। শেষ সম্বল থাকার ঘরটুকু ভেঙ্গে পড়ায় গত ২ বছর ধরে চাচার বাড়ীতে রাত কেটে যাচ্ছে এতিম দুই ভাই-বোনের। মাথা গোজার ঠাই নেই তাদের। সরে জমিনে বুধবার রংপুরের পীরগঞ্জে চৈত্রকোল ইউনিয়নের চৈত্রকোল গ্রামের সুপচান কেরকেটা প্রায় ৩ বছর আগে মৃত্যুবরণ করলে এতিম হয়ে যায় সুমনা কেরকেটা (১৫) ও রবিন্দ্র কেরকেটা (১০)। বাবা-মার মৃত্যুর বছর যেতে না যেতেই বন্যায় শেষ সম্বল থাকার ঘরটি ভেঙ্গে পড়ে পড়লে তার চাচার বাড়ী বারান্দায় রাত কেটে যায় দুই ভাই বোনের। সুমনা অন্যের বাড়ীতে ঝিয়ের কাজ করে যে টাকা উপার্জন করে সে টাকা দিয়ে তার ভাইয়ের পড়াশুনাসহ কোন রকমে খেয়ে না খেয়ে জীবন-যাপন করে। সুমনা বলেন অনেক কষ্টে ছোট ভাইকে নিয়ে অন্যের বাড়ীতে কাজ করে যে টাকা পাই সে টাকা দিয়ে সংসার চলে না আমাদের। ঘর মেরামত করার কোন অর্থ নেই। এ ব্যাপারে চৈত্রকোল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান সবুজ জানান বিষয়টি আমার জানা নেই, তবে অসহায় পরিবারটি আসলে আর্থিক ভাবে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানীর মুঠো ফোনে কয়েকবার ফোন দেওয়া হলে তিনি ফোনটি রিসিভ করেননি। তাই সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করেছেন এতিম ও অসহায় এই পরিবারটি ।