বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রংপুর-৬, পীরগঞ্জ আসনের এমপি স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান দেশের মানুষের মুক্তির জন্য জীবন দিয়েছেন। তার এই আত্মাহুতি জনতা আজীবন মনে রাখবেন। কারণ বঙ্গবন্ধু কোন লোভ-লালসা কিংবা হুমকির মুখে মাথানত করেননি। উল্টো তিনি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের কে স্বাধীনতা, পতাকা আর নির্দিষ্ট ভুখন্ড দিয়েছেন। আমরা তার আদর্শ কে লালন করে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে যাবো। এই হোক আমাদের শোকের দিনের অঙ্গীকার। ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে রবিবার স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি পীরগঞ্জের বড় আলমপুর ইউনিয়ন ও চতরা ইউনিয়নের আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে ওই কথা বলেন। এ সময় চতরা ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহীন, বড় আলমপুর ইউপি চেয়ারম্যান হাফিজার রহমানসহ পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নজরুল সর্দার প্রমুখ।