বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, পীরগঞ্জ পল্লী বিদ্যুৎ কালেকশন বুথের শুভ উদ্ভোধন করা হয়েছে । বৃহস্পতিবার ফিতা কেটে শুভ উদ্ভোধন করেন পীরগঞ্জের সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ মন্ডল এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম । ওইদিন পীরগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে স্ট্যান্ডার্ড ব্যাংক পীরগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান শেখ এর সঞ্চালনায় রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি – ১ শঠিবাড়ী রংপুর শাখার ডিজিএম হরেন্দ্রনাথ বর্মন পীরগঞ্জ জোনাল অফিসের ডিজিএম সৈয়দ আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিদুল ইসলাম পিন্টু, আলহাজ্ব মকবুল হোসেন সর্দার পীরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম ময়না মাষ্টার বিশিষ্ট ঠিকাদার,রাশেদুল ইসলাম রিপন প্রমুখ।