বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৮:৩০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রংপুরের পীরগঞ্জে ডাক্তারের ভুলে গরু ক্রেতা-বিক্রেতার মাঝে তুমুল মারামারির ঘটনা ঘটেছে। গত ঈদুল আজহায় কোরবানির গরুর পেটে বাছুর নাই ডাক্তারের এমন ঘোষনা দিলেও গরু কোরবানী দেয়ার পর পেটে বাছুর থাকাকে কেন্দ্র করে মারামারি হয়েছে। গত ৯ আগস্ট বিকেলে উপজেলার পানেয়া গ্রামে ওই মারামারির ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। গরু বিক্রেতার অভিযোগে জানা গেছে, উপজেলার পাঁচগাছি ইউনিয়নের পানেয়া গ্রামের রহিম মিয়া এবারের ঈদুল আজহায় একটি গাভী বিক্রি করেন। একই গ্রামের আইয়ুব আলী গাভীটি ক্রয় করেন। গাভীটি বিক্রির আগে গাভীর পেটে বাছুর আছে কি না এ ব্যাপারে উপজেলার রাধাকৃষ্ণপুরের পল্লী পশু চিকিৎসক আনারুল ইসলাম পরীা করে বলেন, গাভীর পেটে বাছুর নেই। গাভীটি ঈদুল আজহার দিনে কোরবানি করলে পেটে বাছুর পাওয়া যায়। এ নিয়ে ক্রেতা-বিক্রেতার মাঝে কয়েকদিন ধরে উত্তেজনা চলছে। এক পর্যায়ে ওইদিন বিকেলে গাভীটির ক্রেতা ও বিক্রেতার মাঝে সংঘর্ষ ঘটে। এতে রহিম মিয়া পরে ৩ জন আহত হন। ওই ঘটনায় রহিম মিয়া বাদী হয়ে পল্লী পশু চিকিৎসক সহ ১১ জনকে আসামী করে থানায় অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র বলেন, অভিযোগটি পাঁচগাছি ইউনিয়নের বীট পুলিশের কর্মকর্তাকে তদন্তের জন্য দেয়া হয়েছে।