বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ‘‘কাউকে পিছনে ফেলে নয়: আদিবাসী অধিকার প্রতিষ্ঠায় নতুন সামাজিক অঙ্গীকারের আহবান’’ এই স্লোগানকে সামনে রেখে রংপুরের পীরগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপল্েয সোমবার বিকালে উপজেলা অডিটরিয়াম হলে অনুষ্ঠিত ও আদিবাসী উন্নয়ন সংস্থার সার্বিক সহযোগীতায় এবং পীরগঞ্জ উপজেলা আদিবাসী ছাত্র ফোরামের আয়োজনে আয়োজন সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা আদিবাসী ছাত্র ফোরামের সভাপতি লিটন মার্ক লাকড়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জুয়েল তির্কী সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র এএসএম তাজিমুল ইসলাম শামীম। বক্তারা আদিবাসীদের জীবনমান উন্নয়নে সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন। এ সময় উপজেলা আদিবাসী ফোরামের সভাপতি সুশিল তিগ্যাসহ আদিবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে মাননীয় স্পীকারের তহবিল থেকে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে ১৫টি শাড়ী ও ৬টি সাইকেল প্রদান করেছেন।