বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১২:০৪ অপরাহ্ন
পীরগঞ্জ রংপুর প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে ভেন্ডাবাড়ী ইউনিয়নের মিল্কী মাইকড় গ্রামে এক বাক প্রতিবন্ধি কিশোরী (১৩) গণধর্ষনের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ০৩ (তিন) জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার উপজেলার মিল্কী গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও পারিবারিক সূত্রে জানা গেছে মিল্কী মাইকড় গ্রামের ওই প্রতিবন্ধি বাড়ি সংলগ্ন মুদির দোকানে রেখে তার বাবা নুরুল ইসলাম গত বৃহস্পতিবার দিবাগত রাতে এশার নামাজ পড়তে যান। এই সুযোগে গ্রেপ্তারকৃত ০৩ (তিন) যুবক প্রতিবন্ধিকে কৌশলে বাড়ির পাশে একটি খড়ের গাদায় নিয়ে গিয়ে উপর্যুপরি ধর্ষন করে। ধষনে ওই প্রতিবন্ধি অসুস্থ হয়ে পড়ে। পড়ে সে সুস্থ হলে ওই প্রতিবন্ধি তার পরিবারের লোকজন কে জানালে গত শুক্রবার ওই প্রতিবন্ধির তার বাবার সাথে পীরগঞ্জ থানায় এসে মামলা করে। গ্রেপ্তারকৃতরা হলেন মিল্কী মাইকড় গ্রামের নুরুল ইসলামের ছেলে গোলাম আজ মিয়া (২৪) একই গ্রামের আব্দুল হাই মন্ডলের ছেলে শাহাদৎ হোসেন(২৩), আইজল হকের ছেলে জুবায়ের হোসেন ওরফে ডিজু মিয়া (২২) কে গ্রেপ্তার করেছে। এদিকে ধর্ষিতাকে ডাক্তারী পরিক্ষার জন্য থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র জানান মামলা হওয়ার দ্রুত সময়ের মধ্যেই আসামীদেরকে গ্রেপ্তার করা হয়েছে।