বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১২:২০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) বিষয়ে জনসচেতনতা, সিজনাল ফু এবং মাস্ক পরিধান উপলক্ষ্যে স্বাস্থ্য সেবা ও মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী পীরগঞ্জ থানা মোড়ে আল-রিয়াদ চিকিৎসা কেন্দ্রের সামনে ওই কর্মসূচি পালিত হয়। সাধারন মানুষের সুত্রে জানা গেছে, পীরগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট ঠিকাদার প্রভাষক জাহিদুল ইসলাম রুবেলের অর্থায়নে এবং ৩ চিকিৎসকের পরিচালনায় মাস্ক বিতরন করা হয়। এ সময় ওই টীমে অংশ নেয়া চিকিৎসক আফজাল হোসেন স্বাধীন, মিলন কুমার রায় ও ডিজেন্দ্রনাথ শাহা পথচারীদের স্বাস্থ্য পরীাও করে সিজনাল জ্বর, সর্দির ওষুধও বিনামূল্যে প্রদান করেন। চিকিৎসক আফজাল হোসেন স্বাধীন বলেন, সাধারণ মানুষ এখনো মাস্ক পরিধানে অজ্ঞ। তারা স্বাস্থ্য সচেতনও নন। মানুষই করোনার বিষয়ে সচেতন করতেই জাহিদুল ইসলাম রুবেলের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী মাস্ক বিতরণ ও স্বাস্থ্য সেবা দেয়া হচ্ছে। প্রভাষক জাহিদুল ইসলাম রুবেল বলেন, আমি কোন প্রতিদান ছাড়াই সমাজপর জন্য ইতিবাচক কাজ করে থাকি। শুধু করোনাকালীন সময়েই নয়, আমি মানুষের জন্যই নিবেদিত হয়ে কাজ করছি। করোনার সংক্রমণ থেকে সাধারণ মানুষকে রার জন্য কাজ করছি। তিনি আরও বলেন, করোনায় কর্মহীন কর্মঠ মানুষের জন্য এ পর্যন্ত ৬ হাজার পরিবার কে খাদ্য সামগ্রী দিয়েছি। তাই আমাদেরকে করোনায় সচেতন হতে হবে। না হলে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারন করতে পারে।