বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১২:০৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রংপুরের পীরগঞ্জে পারিবারিক কলহের জেরে আব্দুর রহমান ওরফে ভোলা (৬০) এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রবিবার সকালে উপজেলার খেজমতপুর (মন্ডলপাড়া) গ্রাম থেকে কাঁঠাল গাছের সাথে গলায় রশি পেচানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। লাশের ব্যাপারে কারো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই ওই দিন বিকেলেই দাফন সম্পন্ন হয়েছে। পারিবারিক সুত্রে জানা গেছে, উপজেলার রামনাথপুর ইউনিয়নের খেজমতপুর গ্রামের মৃত: হাজির মামুদ মন্ডলের পুত্র আব্দুর রহমান ভোলা৷ পারিবারিক অভাবের কারণে তার সাথে পরিবারের লোকজনের ঝগড়া লাগতো। এক পর্যায়ে ভোলা শনিবার দিবাগত শেষ রাতে বাড়ীর পাশেই সবার অজান্তে কাঁঠাল গাছের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তার স্ত্রী জোসনা বেগম জানায়, আমাদের সংসারে অনেকেরই রোগ রয়েছে। এছাড়াও টাকার অভাবে চিকিৎসা করতে না পারায় প্রায়ই স্বামী (ভোলা) টেনশন করতো। পাশাপাশি আমার স্বামীর পেটের ব্যাথা থাকায় তিনি খাবারের সোডা খেত। নানান কষ্টে তিনি আত্মহত্যা করেছে। এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র জানান, ঘটনাটি শোনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। কিন্তু কারো অভিযোগ না থাকায় পরিবারের লোকজনের আবেদনের প্রেেিত লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।