শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :রংপুরের পীরগঞ্জে করোনায় শতাধিক কর্মহীন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে ওই সহায়তা প্রদান করা হয়। বিতরণের সময় পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সাবেক এমপি আলহাজ্ব নুর মোহাম্মদ মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়, উপজেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মিজানুর রহমান, মদনখালী ইউনিয়ন আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান সামছুল আলম ও পৌর আ’লীগের সাধারন সম্পাদক আসিয়ার রহমান মাস্টার, উপজেলা জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি মোস্তাফিজার রহমান মন্টু, সাধারন সম্পাদক শাহীন মিয়া উপস্থিত ছিলেন। চলমান লকডাউনে কর্মঠ শ্রমিকরা বেকার হয়ে পড়ায় প্রতিজনকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়। এ ব্যাপারে উপজেললা নির্বাহী অফিসার বিরোদা রানী রায় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সব সময় সাধারন মানুষের পাশে আছেন। আজ বুধবার আমরা সরকারের পক্ষ থেকে ৮৪ জন কর্মহীন শ্রমিকদেরকে ১০ কেজি করে চাল বিতরন করেছি।