alorsangbad com
- ২ জুলাই, ২০২১ / ৬৭ বার পঠিত
স্ট্যাফ রির্পোটার : রংপুর বিভাগে গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় ২ হাজার ৫৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৮ জেলায় ৭১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময়ে দিনাজপুরে ৪ জন, ঠাকুরগাঁও জেলায় ২ জন, লালমনিরহাট জেলায় ১ জন এবং পঞ্চগড় জেলায় ১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১৬৬ জন। এ নিয়ে বিভাগে ১ লাখ ৫৮ হাজার ১৩৩ জনের নমুনা পরীক্ষা করে মোট ২৭ হাাজার ১শ’ ৬০ জন আক্রান্ত পাওয়া গেছে। এ ছাড়া ৫শ’ ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ২০ হাজার ৩শ’ ৪ জন রোগী সুস্থ হয়েছেন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যলয় সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত ২৪ ঘন্টায় এই বিভাগের রংপুরে ২৭২, ঠাকুরগাঁয় ১২৫, দিনাজপুরে ১০৩, গাইবান্ধায় ৬৪, লালমনিরহাটে ৫১, কুড়িগ্রামে ৩৭, নীলফামারীতে ৩২ এবং পঞ্চগড় জেলায় ৩১ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, গতকাল পর্যন্ত দিনাজপুুর জেলায় ৮ হাজার ৭২২ জন আক্রান্ত ও ১৯৩ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ৬ হাজার ৩০২ আক্রান্ত ও ১১৪ জনের মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁও জেলায় ৩ হাজার ৫০৯ জন আক্রান্ত ও ৮৯ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ২ হাজার ২০৬ জন আক্রান্ত ও ২৫ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ১ হাজার ৯১৮ জন অক্রান্ত ও ৩৮ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ১ হাজার ৮৪৮ জন আক্রান্ত ও ২৭ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ১ হাজার ৫৫৩ জন আক্রান্ত ও ২৮ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ১১০২ জন আক্রান্ত এবং ২৩ জনের মৃত্যু হয়েছে।