রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন
রংপুরের পীরগঞ্জে লকডাউনে রোগীদের সেবায় বিনা খরচে নিজের প্রাইভেটকার উন্মুক্ত করে দিয়েছেন পীরগঞ্জের কৃর্তিসন্তান ব্যবসায়ী ওয়ালিউর রহমান রুপম। এলাকাবাসীর কথা চিন্তা করে এ সেবা চালু করার ঘোষনা দেন তিনি। তার গাড়িতে রোগীদের ফ্রিতে হাসপাতালে পৌঁছে দেওয়া হবে। উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, হাসপাতাল কর্তৃপক্ষ এ সুবিধা নিতে পারবেন বলে জানান তরুন এই উদ্যোক্তা জানান। জানাগেছে, সরকারঘোষিত লকডাউনের প্রথম দিন থেকে ওয়ালিউর রহমান রুপম নিজের প্রাইভেটকার এলাকার অসহায় রোগীদের সেবার উন্মুক্ত করে দিয়েছেন। এর সুবিধা পাবেন উপজেলার মানুষ। তার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। ওয়ালিউর রহমান রুপম বলেন- গণপরিবহন বন্ধ হয়ে যাওয়ায় এলাকার অনেক অসহায় রোগী সঠিক সময়ে হাসপাতালে যেতে পারছেন না। এজন্য আমার প্রাইভেটকার উন্মুক্ত করে দিয়েছি। আমি আমার গাড়ি ২৪ ঘণ্টা সার্ভিস দিয়ে যাবে। এই সার্ভিস লকডাউনে অব্যাহত থাকবে। উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মিলন বলেন, তরুন ব্যবসায়ী ওয়ালিউর রহমান রুপম লকডাউনে মানুষের কথা চিন্তা করে ভালো উদ্যোগ। তবে তার উদ্যোগকে সাধুবাদ জানায়। উল্লেখ্য ওয়ালিউর রহমান রুপম, ফোন নং- ০১৭১৭-০৬৩৭৩৯।