রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৩০ পূর্বাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: সারা দেশের ন্যায় কঠোর লকডাউনে রংপুরের পীরগঞ্জে দোকান পাট, বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ ছিল। লকডাউন বাস্তবায়নে সেনাবাহিনী, উপজেলা ও পুলিশ প্রশাসন এবং জনপ্রতিনিধিরা মাঠে নেমেছে। বৃহষ্পতিবার (১ জুলাই) দিনভর বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে সংশ্লিষ্টদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। উপজেলা সদরে প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। উপজেলা সদরের প্রবেশদ্বারগুলোতে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। এ সময় সীমিত পরিসরে চলাচলরত মোটরসাইকেল, বাইসাইকেল, রিক্সা, ভ্যানগুলোতে যাত্রীদের কোথায় যাচ্ছেন? কি প্রয়োজনে যাচ্ছেন জেরা করে ব্যবস্থা নিচ্ছে পুলিশ। অনেকই পীরগঞ্জ সদরে প্রবেশ করতে পারেনি। এদিকে লকডাউন মানাতে বৃষ্টিতেই উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে সংশ্লিষ্টরা টহল দেন। উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায়, সহকারি কমিশনার (ভূমি) আলাউদ্দিন ভুঞা জনী, পীরগঞ্জ পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, ওসি সরেস চন্দ্র হ্যান্ডমাইকে জনতার উদ্দ্যেশে করোনা বিষয়ক সচেতনতামুলক বক্তব্য দেন। উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায় বলেন- করোনার ভয়াবহ জটিল পরিস্থিতি হতেপারে। সে জন্য সাধারণ মানুষকে লকডাউন মানাতে সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিকে সাথে নিয়ে বৃষ্টির মাঝেই প্রচারনা চালাচ্ছি। এজন্য আমরা সকলের সহায়তা চাই। উল্লেখ্য, করোনার তৃতীয় ঢেউয়ে পীরগঞ্জে করোনায় আক্রান্তের হার বেড়েছে। বর্তমানে পীরগঞ্জে ৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ৪ জন এবং হোমআইসোলেশনে ৭০ জন চিকিৎসাধীন রয়েছেন