রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন
মজনু মিয়া, পলাশবাড়ী, গাইবান্ধাঃ পলাশবাড়ী পৌরসভার ২নং ওয়াড মহেশপুর গ্রামের বাসিন্দা ও পলাশবাড়ী শহরের প্রানকেন্দ্রে অবস্থিত পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক তপন কুমার রায় এর (যমজ) বড় মেয়ে জাহ্নবী রায় এয়ী (১৬)অসুস্থ্য জনিত কারনে পরলোক গমন করেছেন।পারিবারিক সূএে জানা যায়, জাহ্নবী রায় এয়ী কিছুদিন ধরে শ্বাস কষ্টসহ শারীরিক ভাবে অসুস্থ্য ছিলেন। ২৬ জুন শনিবার গুরুতর অসুস্থ্য হলে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সে পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোক গমন করেন। জাহ্নবী রায় এয়ী প্রাথমিক সমাপনী পরীক্ষায় A+ পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হতে অংশ গ্রহন করে জে এস সি ও এস এস সি পরীক্ষায় A+ পেয়ে দ্বাদশ শ্রেণিতে অধ্যায়নরত ছিল। একই দিনে মহেশপুর গ্রামের পাশ্ববর্তী রাঙামাটি মহাশশ্নানে তার শেষকৃত্য অনুষ্টান অনুষ্টিত হয়। এই মেধাবী শিক্ষার্থীর অকাল মৃতুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।