রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন
পীরগঞ্জ রংপুর প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে ভূমিহীন ও গৃহহীনদের জন্য সরকারি ভাবে নির্মিত ঘরের একাংশ ভেঙ্গে স্থানীয় এক নেতার আত্মীয় ব্যবসা প্রতিষ্ঠান করার পাঁয়তারা করছেন। উপজেলার বড় আলমপুর ইউনিয়নের হরিণ সিংহ দীঘির পাশে নির্মিত ঘরটির বাথরুমে ভেঙ্গে দিয়ে স্থানীয় এক নেতার সহযোগিতায় চতরা ইউনিয়নের মায়াগাড়ী গ্রামের আবুল কাশেমের ছেলে সালাম মিয়া নবনির্মিত ঘরে দোকানের সাটার লাগিয়েছেন। তবে বিষয়টি জানাজানি হওয়ায় এলাকায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। পীরগঞ্জে দ্বিতীয় দফায় ১০৫ জন গৃহহীন ও ভূমিহীন ঘরের বরাদ্দ পেয়েছেন। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘর উদ্বোধন করেছেন। এসব ঘরের দলিল হস্তান্তর করা হলেও এখনো ভূমিহীনদের মাঝে বুঝিয়ে দেয়া হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায় বলেন- বিষয়টি জেনেছি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উপ-সহকারী ভূমি কর্মকর্তাকে নির্দেশ প্রদান করা হয়েছে। আব্দুস সালাম জানান, আমি ভুল বসত এটা করে ফেলেছি। আমি ওই জায়গা পাকা করে দিব।