শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন
মজনু মিয়া উপজেলা প্রতিনিধি পলাশবাড়ী,গাইবান্ধা:- গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা প্রেস ক্লাব সদস্য মোঃ শাহজাহান ভুলুর উপর হামলার ঘটনায় জড়িত প্রধান আসামী রশিদুন্নবী চান মিয়াকে দ্রুত গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় পলাশবাড়ী চৌমাথায় এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন, পলাশবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, রবিউল ইসলাম পাতা, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, সাংগঠনিক সম্পাদক, হাসিবুর রহমান স্বপন, এ্যাড: আবেদুর রহমান সবুজ, সাদেকুল ইসলাম রুবেল সহ আর ও অনেকে। বক্তাগণ বলেন আগামী ২৪ ঘন্টার মধ্যে রশিদুন্নবী চান মিয়াকে গ্রেফতার করা না হলে পলাশবাড়ী সংবাদ কর্মীরা গাইবান্ধা জেলা পুলিশ, সুপারের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট কর্মসুচী পালন করবেন বলে বক্তাগণ জানান।