শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৮:০০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: গত ১৯ অক্টোবর ৩১ সদস্য বিশিষ্ট বিরোধী দলীয় চীপ হুইপ মশিউর রহমান রাঙ্গা এমপি কর্তৃক স্বাক্ষরিত রংপুরের পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটি বাতিলের দাবীতে একাংশের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলা জাতীয় পার্টির ব্যানারে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পীরগঞ্জ পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রর্দক্ষিণ শেষে জেলা পরিষদ ডাক বাংলো মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আবেদ আলী প্রধান। সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর আলমগীর হোসেন। সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান মন্ডল পিন্টু, যুব সংহতির সভাপতি ও ইউপি সদস্য শফিকুল ইসলাম শফি, সাধারণ সম্পাদক কামরুল হাসান মিলন, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মন্ডল, কৃষক পার্টির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ সরকার, জাতীয় ছাত্র সমাজের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আসাদুজ্জামান মন্ডল সবুজ, সদস্য সচিব ফেরদৌস সরকার ফিরোজ, পৌর ছাত্র সমাজের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক প্রেম কুমার, সদস্য সচিব শাওন মিয়া ও ১৫টি ইউনিয়নের জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সদ্য জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য সচিব নুর আলম মিয়া যাদু মুঠো ফোনে কথা হলে তিনি জানান, আমাদেরকে বিরোধী দলীয় চীফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এমপি কর্তৃক কমিটি অনুমোদন পেয়েছি। তবে দলের মধ্যে পদ বঞ্চিতরাই ষড়যন্ত্রমূলক ভাবে এই কমিটিকে বানচাল করার লক্ষ্যেই তারা এই বিক্ষোভ মিছিলটি করেছে।