শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও রংপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহম্মেদের নেতৃত্বে পীরগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে হাজী বয়েন উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধান অতিথি হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করেন পীরগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সহিদুল ইসলাম মন্ডল সেবু। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান স্বাধীন, সহ-সভাপতি খন্দকার ফিরোজ রব্বানী, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম সরকার, পীরগঞ্জ পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান মিজান, সদস্য সচিব সুমন মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাহেনুজ্জামান খোকন, প্রস্তাবিত পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুল ইসলাম (স্বাধীন), ছাত্রদলের সদস্য সচিব মাহামুদুল হাসান হৃদয়সহ আরও অনেকে। দলীয় সুত্র জানায়, পীরগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। এরই ধারাবাহিকতায় ৫নং ওয়ার্ডে প্রায় ৩’শ ৫০টি পরিবারের মাঝে এ সব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।