শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১২:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ রংপুরের পীরগঞ্জে পৌরসভার ধনশালায় চাচিকে শারীরিকভাবে নির্যাতন করার অভিযোগ উঠেছে। জানা গেছে, পূর্ব শত্রæতার জের ধরে গত বৃহস্পতিবার সকালে ধনশালা গ্রামের মমিন মিয়ার স্ত্রী রাহেনা বেগম (৪৫) -এর সাথে মতিন মিয়ার স্ত্রী হাসিনা বেগমের খৈ-চালার চালুনি নিয়ে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে হাসিনা বেগমের সন্তানরা চাচি রাহেনাকে বেধরক মারপিট করে। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করায়। রাহেনার স্বামী মমিন মিয়া জানায়, বিচারে গন্যমান্য ব্যাক্তিরা বিচার না করলে থানায় মামলা দায়ের করবেন।