শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন
আলোর সংবাদ ডেক্স: রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ১২ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরের ৫ জন, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাটের ২ জন করে এবং দিনাজপুরের ১ জন রয়েছেন।
নতুন আক্রান্ত ব্যক্তিরা হলেন, রংপুর মেডিকেল কলেজে হাসপাতালের আরটিআই কর্নারে চিকিৎসাধীন সাতগাড়ার এক বৃদ্ধ (৬১), দিনাজপুরের এক পুরুষ (৫৩), লালমনিরহাট পাটগ্রামের এক কিশোর (১৭), লালমনিরহাট সদরের এক বৃদ্ধা (৬৩), রংপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের এক পুলিশ সদস্য (৫৬), নগরীর কামাল কাছনার এক নারী (৫০), এক পুরুষ (৫৫), এক যুবক (২১), জর্জকোটের এক পুরুষ (৪৫), কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন এক পুরুষ , ভুরুঙ্গামারীর এক পুরুষ (৪৫), গাইবান্ধা সদর বল্লমঝাড়ের এক যুবক (২৯)।
মঙ্গলবার ১৩৭ জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হন। এ তথ্য নিশ্চিত করেছেন রমেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডাঃ মাহফুজার রহমান।
রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা, ২ হাজার ৯২১ জন। সুস্থ্য হয়েছেন, ২ হাজার ৬২৭ জন ও মারা গেছেন ৫০ জন।